‘মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্ব অনন্য’

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:22:39

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু গুণের এক বিরল সমন্বয়। হাসুমণির পাঠশালা প্রধানমন্ত্রীর জীবন, তার দর্শন এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। যা সত্যিই প্রশংসনীয়। শেখ হাসিনার ব্যক্তিত্বের বিভিন্ন দিক হাসুমণির পাঠশালা চিত্রকর্মগুলোর মাধ্যমে অত্যন্ত সুস্পষ্টরূপে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাসুমণির পাঠশালার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ শিল্পকর্ম প্রদর্শনী এবং গোলটেবিল আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের মানুষকে একটি উন্নত-সমৃদ্ধ জীবন দেয়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালন করতেন, তা বাস্তবায়নে সোনার বাংলা প্রতিষ্ঠা করার মাধ্যমে দারিদ্র্য-শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে মানুষকে একটি উন্নত জীবনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। এই সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব পরিমণ্ডলে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জীবনের অধিকাংশ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজ তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি একজন অন্যতম ক্ষমতাধর বিশ্বনেতা যা আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্যদিকে, তিনি মানবতার মা ‘মাদার অব হিউম্যানিটি’। যে অদম্য সাহস, দৃঢ় প্রত্যয় এবং বাংলার মানুষের প্রতি ভালবাসা নিয়ে তিনি অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, সে অগ্রযাত্রায় তার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করার আহ্বান জানান স্পিকার।

মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক সত্যব্রত সাহা, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. মোহাম্মদ আবদুল আজিজ ও চারুশিল্পি সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন।

এ সম্পর্কিত আরও খবর