কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-25 00:00:19

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীর ঘাট এবং আড়ুয়াবাধার চর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

দন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার ছাত্তার মোল্লার ছেলে রিপন (৩২), ভেড়ামারা বারোমাইল এলাকার সিরাজুল প্রামাণিক (৩০), আতিয়ার রহমান (৪০), আবুল কাশেম (৩৫) ও বেলগাছি এলাকার মোক্তার হোসেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান।

এসময় তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় রিপন, সিরাজুল প্রামাণিক, আতিয়ার রহমান ও আবুল কাশেমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তার হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে কুমারখালী থানা পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহায়তা করেন।

এ সম্পর্কিত আরও খবর