রিফাতের পরিবারের নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪কম, বরগুনা | 2023-08-11 03:58:21

বরগুনায় চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যার রায়কে সামনে রেখে তার পরিবারের নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তাদের বাড়িতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে সাদা পোশাকে থাকছেন দুইজন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে বুধবার (৩০ সেপ্টেম্বর)।

মামলার বাদী রিফাতের বাবার সঙ্গে সাদা পোশাকে দুইজন পুলিশ চলাফেরা করছেন। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রিফাতের বাবা দুলাল শরীফ বার্তা২৪.কমকে বলেন, ‘আমার নিরাপত্তা দরকার নেই। তবুও পুলিশ মনে করছে প্রয়োজন, এজন্য সাদা পোশাকে পুলিশ দেওয়া হয়েছে। এর আগেও পুলিশ সবসময় নিরাপত্তা দিয়েছে। এতে আমরা সন্তুষ্ট। তবে নিরাপত্তার চেয়েও বড় কথা হলো, আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার পাওয়া।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘রায়কে কেন্দ্র করে রিফাতের পরিবারের নিরাপত্তায় তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রিফাতের বাবার সঙ্গে সাদা পোশাকে দুইজন পুলিশ দায়িত্ব পালন করছে।’

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরপর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৬ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য করেন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামি হলেন– রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

এ সম্পর্কিত আরও খবর