বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির বাবা দুলাল ফরাজি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়ের পর দুলাল ফরাজি সাংবাদিকদের বলেন, ‘রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো। আশা করি সেখানে ন্যায় বিচার পাবো।’
রায় শোনার জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে সকাল ৮টা ৫৩ মিনিটে হাজির হয়েছিলেন দুলাল ফরাজি।
রায় শোনার জন্য আদালতে উপস্থিত হয়েছিলেন মামলার অন্যতম আসামি নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
বুধবার রায়ে রিফাত ফরাজি (২৪), আল কাইউম ওরফে রাব্বি আকন (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (২০), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৩), মো. হাসান (২০) ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে (২০) ফাঁসির নির্দেশ দেন আদালত।
আসামিদের মধ্যে মো. মুসা পলাতক আছেন। মুসা ছাড়া অন্য আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।