বগুড়ায় জুয়ার আসরে অভিযান, আটক ১০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-23 03:14:02

বগুড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকাসহ ১০ জনকে আটক করেছে র‍্যাব-১২। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, শহরের সেউজগাড়ী মন্ডলপাড়া এলাকার কাইল্লা বেলালের বাসায় দীর্ঘদিন জুয়ার আসর চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কাইলা বেলাল জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

এ সময় জুয়ার আসর থেকে নগদ ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করাহয়। আটক করা হয় সামিউল আলম সোহাগ (৩৫) মামুন শেখ(২৬) সেলিম রেজা (৩৮)আব্দুল আলিম (৩৫)আনসার আলী (৩৫) বাদল সরকার(৩৬) জিয়াউর রহমান (৩৫) আব্দুল লতিফ (৪০) জামাল উদ্দিন প্রামানিক (৩৬) ফারুক হোসেনকে (২৯)। পরে
আটককৃত ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার ঘোষ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর