বগুড়ায় অটোরিকশা চালক মিনহাজের মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-27 18:27:17

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক মিনহাজকে (২২) খুনের পর গুম করে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই নাটক সাজাতে গিয়ে গ্রেফতার হওয়া খুনি ফজলে রাব্বীর দেখানো মতে পুলিশ শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের একটি ধান ক্ষেতে কাদার মধ্যে গুম করে রাখা মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় গ্রেফতারকৃত ফজলে রাব্বীর উপস্থিতিতে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগুড়ার পুলিশ সুপার গ্রেফতারকৃত ফজলে রাব্বীর উপস্থিতি এবিষয়ে ব্রিফিং করেন।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত ফজলে রাব্বী পুলিশকে জানিয়েছে, মিনহাজ তাদের পাশের গ্রামের বাসিন্দা হিসেবে পরিচিত। মিনহাজ তাকে মাঝে মধ্যেই ব্লাকমেইল করে অনেক টাকা লোকসান করিয়েছে। একারণে কয়েকদিন আগে থেকেই মিনহাজকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুয়ায়ী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কৌশলে তার অটোরিকশা ভাড়া করে। ওই রাতেই শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে কোমল পানীয়ের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে মিনহাজকে পান করায়। এরপর অচেতন হয়ে পড়লে চাকু দিয়ে মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে। এরপর মরদেহ টেনে হিঁচড়ে পাঁচশ গজ দূরে ধানক্ষেতে কাদার মধ্যে লুকিয়ে রেখে অটোরিকশা ফেলে রেখে বাড়ি ফিরে যায়। পরে নিজের পায়ের উরুতে নিজেই ছুরিকাঘাত করে পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর থানায় হাজির হয়। সেখানে নিজেকে খুনের দায় থেকে আড়াল করতে ছিনতাই নাটক সাজায়। তার কথায় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ফজলে রাব্বী নিজেই খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করে।

এ সম্পর্কিত আরও খবর