আশুগঞ্জে দুই যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-20 21:27:45

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় দুই যুবক নিহত হবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে নিহত ইশানের চাচা আব্দুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ২১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা রজ্জু করা হয়েছে। পরে দুধ মিয়া (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারায় আশুগঞ্জ উপজেলার লালপুর লামাবায়েক গ্রামের মিজানুর রহমানের ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্র ইশান (২২) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। সোমবার রাতে চায়ের দোকানের আড্ডায় পাওনা টাকা চাইতে গিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই মধ্যে এক পক্ষ দেশীয় ধারালো অস্ত্র দা-বল্লম নিয়ে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় ইশান ঘটনাস্থলেই নিহত হন। মনির হাসপাতালে নেয়ার পথে মারা যান। সংঘর্ষের ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর