সম্পর্কের ৪৫ বছর পূর্তিতে চীনের রাষ্ট্রপতিকে শেখ হাসিনার শুভেচ্ছা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 13:56:25

কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীন সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ঢাকাস্থ চীনের দূতাবাস এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দুই দেশের জনগণ হাজার বছর পূর্বে যোগাযোগ স্থাপন করেছিল। যা দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল। তিনি ১৯৫২ এবং ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে দেন এবং কীভাবে তিনি তার দুটি গ্রন্থে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতি এবং প্রচেষ্টাকে প্রশংসা করেন।

শেখ হাসিনা বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং করোনা মহামারী চলাকালীন বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। সেই সাথ তিনি আত্মবিশ্বাস জ্ঞাপন করেন যে আগামী দিনগুলোতে বিদ্যমান সৌহার্দিক সম্পর্ক আরও জোরদার হবে।

এ সম্পর্কিত আরও খবর