হাত দিয়ে পাথর ভাঙেন প্রতিবন্ধী শামিম

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 18:35:53

শামিম হোসেনের (৩৫) বাড়ি কুষ্টিয়া জেলার খোকসার গোপক গ্রামে। জন্ম থেকেই প্রতিবন্ধী তিনি। তার বাম হাতে কোনো আঙ্গুল নেই। তবে সেই হাত দিয়ে হাতুড়ি বা কুড়ালের সাহায্য ছাড়াই ভাঙতে পারেন শক্ত পাথর এবং ইট।

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশনের রেল লাইনে তার দেখা মেলে।

সরেজমিনে তখন দেখা যায়, ওই রেলস্টেশনের রেল লাইনের পাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। মাঝে মাঝে সবাই হাততালি দিচ্ছে। কাছে গিয়েই দেখা যায় প্রতিবন্ধী ওই যুবক আঙ্গুল না থাকা হাত দিয়ে কোনো কিছুর সাহায্য ছাড়া শক্ত পাথর ভাঙছেন। যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছে।

প্রতিবন্ধী শামিম হোসেন/ ছবি: বার্তা২৪.কম

জানা গেছে, জন্মের পর থেকেই শামিমের বাম হাতে কোনো আঙ্গুল নেই। কথাও বলে অস্পষ্ট। তবে বাম হাত দিয়ে শক্ত পাথর ও ইট ভাঙতে পারেন। আর এ কাজ করেই সংসার চালান তিনি।

পাথর ভাঙা দেখতে আসা কয়েকজন দর্শক বলেন, ‘সত্যি সৃষ্টিকর্তার রহস্য বোঝা বড় মুশকিল। কারণ আমরা সুস্থ ও স্বাভাবিক মানুষই কুড়াল, দা বা হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে হিমশিম খাই, সেখানে প্রতিবন্ধী শামিম সে কাজটি খুব সহজে করছেন।’

শামিম হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘জন্মের পর থেকেই আমার বাম হাতে কোনো আঙ্গুল নেই। বিয়ের পর সংসার চালাতে কষ্ট হচ্ছিল। তখন  সিদ্ধান্ত নিলাম এই হাত দিয়েই আমি এমন কিছু করতে চাই যা দেখে সকল সুস্থ মানুষ অবাক হয়ে যাবে। তখন থেকে আমি এই কাজ করার চেষ্টা করি এবং সফল হয়েছি।’

প্রতিবন্ধী শামিম হোসেন/ ছবি: বার্তা২৪.কম

এ সময় তিনি আরও বলেন, ‘প্রায় ১০ বছর ধরে আমি এই কাজ করে সংসার চালাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো এলাকাতে গিয়ে এই কাজ করে মানুষের মন জয় করি। এটা দেখে মানুষ যে টাকা দেয় তাই দিয়ে আমার সংসার চলে।’

এ সম্পর্কিত আরও খবর