বরিশালের গৌরনদী উপজেলায় পুকুর থেকে আনুমানিক ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগের কর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মোক্তার বাজার সংলগ্ন ওয়াসিম শিকদারের পুকুর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বরিশাল বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ওই পুকুরে হাঁস খেতে গিয়ে জালে আটকা পরে অজগরটি। পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে ঘটনাস্থলে এসে বেলা ১১টার দিকে অজগরটি উদ্ধার করে তারা।
অজগর উদ্ধারের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ জানান, গৌরনদীর একটি পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার শেষে বরিশাল বন বিভাগ কার্যালয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অজগরটি ওজন ১৪ থেকে ১৫ কেজি হবে।
অজগর উদ্ধারের বিষয়টি খুলনা ও ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে তাদের কাছে অজগরটি হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।