শিবালয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-20 03:31:41

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন দাশকান্দি এলাকা থেকে অন্বয়পুর পর্যন্ত প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশির মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলম ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফারাশিদ বিন এনাম জানান, উপজেলার দাশকান্দি থেকে অন্বয়পুর পর্যন্ত প্রায় প্রতিটি বাড়িতে নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সকল নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের প্রজননসহ ছোট বড় সকল ধরনের মাছের বৃদ্ধি ব্যাহত হয়। মাছের প্রজনন ও বৃদ্ধি স্বাভাবিক রাখতে ওই অভিযান পরিচালনা করা হয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর