ধর্ষকদের শাস্তির দাবিতে মতিঝিল অবরোধ করেছে শিক্ষার্থীরা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-03 16:14:49

দেশের সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাত দফা দাবিতে মতিঝিল শাপলা চত্বর অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মতিঝিল এলাকায় একে একে যোগ দিয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি কলেজ ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

তারা শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনে বিভিন্ন প্লাকার্ড ও প্রতিবাদী ফেস্টুন নিয়ে রাস্তায় বসে পড়েছে। এতে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। একদিকে নয়াপল্টন, অন্যদিকে বাংলামোটর, গুলিস্তান পর্যন্ত যানবাহনের জট লেগে গেছে।

 অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- ধর্ষণ আইন সংশোধন করে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা, ট্রাইব্যুনাল গঠন করে ৬০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করা, ধর্ষিতার জন্য বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, জেলায় জেলায় পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন, নির্জন রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন, পূর্ববর্তী সকল মামলার রায় ৬ মাসে সম্পন্ন, দলীয় মদদে কোনো ধর্ষককে প্রশ্রয় না দেয়া।

আন্দোলনকারী নাজমুল হোসেন বলেন, ‘আজকের এই অবস্থান কর্মসূচি প্রতীকী। যদি সরকারের তরফ থেকে ব্যবস্থা না নেয়া হয়, তাহলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।’

এ সম্পর্কিত আরও খবর