রাজধানীতে ফেনসিডিলসহ পিকআপ ভ্যান আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 09:01:26

রাজধানীর ইস্কাটনে বিশেষ কায়দায় ফেনসিডিল চালানের অভিযোগে একটি পিকআপ ভ্যান আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ইস্কাটন গার্ডেন রোডে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

অভিযান শেষে মশিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা পিকআপ ভ্যানিটি আটক করি। পিকআপ ভ্যানিটি ওপর দিকে অর্থাৎ যেখানে মালামাল রাখা হয় সেই জায়গাটি সম্পূর্ণ খালি ছিল। প্রথম দিকে আমরা খোঁজ করে ভ্যানটিতে কিছুই পাইনি। পরে গাড়ির চালক ও লাইন ম্যানকে জেরা করলে তারা গোপন চেম্বারের কথা জানায়।

তিনি বলেন, তারা বিশেষ কায়দায় পিকআপ ভ্যানটির নিচের অংশের চেম্বারে বেনাপোল থেকে ১ হাজার বোতল ফেনসিডিল ঢাকায় নিয়ে আসা হয় এগুলো ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রতি চালান পৌঁছে দিলে এরা ৭ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। এই বাড়তি আয়ের লোভে তারা মাদক বহনের কাজটি করে।

এ সম্পর্কিত আরও খবর