সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন সার আনবে সরকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 12:05:45

সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীপরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এ সংক্রান্ত দুইটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৩ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।

এই ১ লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠান হলো জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: দেশ ট্রেডিং কর্পোরেশন, ঢাকা); এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট: এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা); আরিস ফার্টিলাইজার গ্রুপ পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট: পোটন ট্রেডার্স, ঢাকা)।

এ সম্পর্কিত আরও খবর