১১ অক্টোবর থেকে চলবে রাজশাহী ও ঢাকা কমিউটার ট্রেন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:22:26

 

ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ৯৯ নং ঢাকা কমিউটার, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের ৫/৬ নং রাজশাহী কমিউটার ট্রেনগুলো আগামী ১১ অক্টোবর থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজারের (জিএম) কার্যালয় থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এসব ট্রেন পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনাসমূহ ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করতে হবে। একইসাথে ট্রেনে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

১১ অক্টোবর থেকে এই ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিলো। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে যাত্রীবাহী আন্তনগর, কমিউটার, লোকাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ সম্পর্কিত আরও খবর