পোশাক শ্রমিক গণধর্ষণে দুইজনের যাবজ্জীবন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:57:44

রাজধানীর আদাবরে এক পোশাক শ্রমিক গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ।

এছাড়াও আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের সময় আসামিদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী মোহসিন রেজা বলেন, কোনো সাক্ষী আসামিদের নাম বলেনি। শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেয়া হয়েছে। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আলী আসগর স্বপন বলেন, বিচারক দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন। চারজনেরই যাবজ্জীবন হলে আমরা খুশি হতাম।

২০১৭ সালের ২০ জানুয়ারি পোশাক কর্মী এক তরুণী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে থেকে ভিকটিমকে জোর করে পাশের এক ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর