শহরে পাখিদের এমন ডাকে মুগ্ধ চারদিক

রংপুর, জাতীয়

নাহিদ রেজা, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:17:29

ঠাকুরগাঁও: বিকেল ৫টা। কাজের জন্য যাওয়া হল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে। এ সময় নানা রকমের যানবাহনের শব্দের মাঝে হঠাৎ শোনা গেল একটি মিষ্টি শব্দ। মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল হাজারো চড়ুই পাখির সমাগম। কারেন্টের তারের উপরে বসে আছে পাখিগুলো। কেউবা আবার উড়ে গিয়ে বসছে পাশের কৃষ্ণচূড়া গাছের উপরে। এতো যানবাহনের শব্দের মধ্যেও হাজারো পাখির কিচির-মিচির ডাকে মুগ্ধ হয়ে উঠেছে চারদিক।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে চোখে পড়ে এমনি মুগ্ধকর চড়ুই পাখিদের কিচির-মিচির শব্দে করা গল্প অথবা ঝগড়ার দৃশ্য।

পাখিগুলো দেখে মনে পড়ে যায় কবি জসিম খানের চড়ুই নিয়ে লেখা কবিতার একটি লাইন‘চড়ুই পাখি চড়ুই পাখি, একলা থেকো নাকো, তোমার পাশে সুখের আশে, আমায় নিয়ে রাখো।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বিকেলেই এই বাসস্ট্যান্ড মোড়ে কারেন্টের তারে ও গাছে গাছে পাখিদের কিচির-মিচির শব্দ জানিয়ে দেয় তাদের উপস্থিতি। সংখ্যায় প্রায় হাজারের মতো হবে। চারপাশের তার ও গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বসে পাখিগুলো। বিকেল থেকে পরের দিন ভোর পর্যন্ত গাছে ও তারের উপরে থাকে। ভোর হলেই বেরিয়ে পরে খাবারের লক্ষ্যে। আবারো ফিরে আসে বিকেলে। যখন ফিরে আসে তখন তাদের কিচির-মিচিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

স্থানীয় ব্যবসায়ী জয়নাল নামে এক ব্যক্তি বলেন,‘প্রতিদিন সন্ধ্যায় চড়ুইগুলো ঝাঁক বেঁধে ফিরে আসে আমাদের এই বাসস্ট্যান্ডে। পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে যখন ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্য দেখি তখন অনেক বেশি ভালো লাগে।’

রাস্তার পাশে কথা হয় জয় মহন্ত নামের এক পথচারীর সঙ্গে। তিনি বলেন,‘এতোগুলো চড়ুই পাখি একসঙ্গে কিচির-মিচির করছে, বিষয়টি আসলেই অনেক সুন্দর। পাখিগুলো দেখতে অনেক ভালো লাগছে।’

ঠাকুরগাঁওয়ের পাখিপ্রেমিক রেজাউল হাফিজ রাহী জানান, এই চড়ুই পাখিগুলো জনবসতির মধ্যে থাকতে অনেক বেশি ভালোবাসে। যার কারণে এদের বলা হয় স্প্যারো (Sparrow)। যেহেতু এই পাখিগুলো জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে সেজন্য কেউ যাতে এদের মারার চেষ্টা না করে সে অনুরোধ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর