দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের পাশে চায় টিআইবি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 04:37:38

 

চট্টগ্রামে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ার লক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের লালখান বাজার পিটস্টপ এ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।

সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারা আলম। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। বক্তব্য রাখেন সিভয়েস২৪. কমের সম্পাদক এম. নাসিরুল হক।

সভায়, দুর্নীতি নির্মূলে সাংবাদিকদের এক হাত হিসেবে ব্যবহার করতে চান অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী। সরকারে প্রত্যেক উন্নয়নে, ক্রয় বিক্রয়ে, সেবা খাতে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে টিআইবি।

অধ্যাক্ষ আনোয়ারা আলম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও কোন কোন ভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতির শিকার হই। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, দুর্নীতি কোথায় কিভাবে হচ্ছে তা নিয়ে গবেষণা করে প্রতিকারের উপায় বের করতে হবে।

মতবিনিময় সভায় তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সাংবাদিকরা।

এ সম্পর্কিত আরও খবর