দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:40:01

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৫৯৩ জন।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯ টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে পরীক্ষা করা হচ্ছে ১৪ হাজার ৪১১টি। এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৮৮টি নমুনা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন ও মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনা পরীক্ষার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১.৬৯ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষার শতকারা হিসেবে আক্রান্ত হয়েছেন ১৮.১৩ শতাংশ।

প্রতি শতকারা হিসেবে সুস্থ হয়েছেন ৭৭.৬৭ শতাংশ ও মৃত্যু হয়েছে ১.৪৬ শতাংশ

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ সম্পর্কিত আরও খবর