কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 01:58:00

কুষ্টিয়ার ভেড়ামারায় ২ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন কুষ্টিয়া ভ্যাট বিভাগের কর্মকর্তারা এসব বিড়ি আটক করেন।

যশোর ভ্যাট কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে।

তিনি আরো বলেন, রাজস্ব ফাঁকি রোধে কমিশনারেটের আওতাধীন সব জেলায় নিয়মিত অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে কুষ্টিয়া বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে ২ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করে।

এর মধ্যে এক লাখ ২০ হাজার শলাকা হোসেন বিড়ি, ৮০ হাজার শলাকা ফাইটার বিড়ি, ৪০ হাজার শলাকা সাগর বিড়ি ও ৩০ হাজার শলাকা সোনালী বিড়ি। যার মোট মূল্য ১ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা, যাতে জড়িত রাজস্ব ৮৭ হাজার ৪৮০ টাকা। প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান কমিশনার।

এ সম্পর্কিত আরও খবর