ইলিশ রক্ষা অভিযানে মাঝরাতে পায়রা নদীতে পটুয়াখালীর ডিসি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-24 22:23:31

ইলিশের প্রজনন মৌসুম কে নিরাপদ রাখতে ১৪ ই অক্টোবর থেকে দেশের নদ-নদী ও সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এবার অবরোধের এই সময়ে জেলেরা যাতে সাগর এবং নদীতে মাছ শিকারে না নামতে পারে সেজন্য জেলা প্রশাসনসহ মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি করছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী নিজেই মৎস্য বিভাগের কর্মকর্তা, র‍্যাব এবং নৌ পুলিশে সদস্যদের নিয়ে পায়রা নদীতে অভিযানে তাহলে নামেন।

অভিযানকালে পায়রা নদীর দুই পাড়ের জেলে পল্লীগুলোতে জেলা প্রশাসক হ্যান্ড মাইক হাতে জেলেদের সচেতন করেন।

মাঝরাতে ইলিশ রক্ষা অভিযান। ছবি: বার্তা২৪.কম
মাঝরাতে ইলিশ রক্ষা অভিযান। ছবি: বার্তা২৪.কম

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সময়টায় জেলেরা যাতে ইলিশ না ধরতপ পারে সে জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এবার সরকার শতভাগ জেলেকে সরকারি সহায়তা প্রদান করছেন। যেসব জেলেরা আইন অমান্য করে মাছ শিকারে নামবেন তাদের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।’

সরকারের এই অভিযান সফল করতে প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে দায়িত্ব দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নামা এই অভিযানে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ র‍্যাব ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর