রাজশাহী থেকে সরাসরি নেপাল ট্রেন যাবে: রেলমন্ত্রী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-31 16:24:18

রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, বলেছেন ভবিষ্যতে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে শুধু ভারত নয় নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে এতে দেশের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্ত্বর বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পঞ্চগড়-রাজশাহী রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন এ অঞ্চল তথা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আর সে দাবি আজ পূরণ হলো। রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন হলে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্ত গুহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারু ল হক প্রধান, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

পরে মন্ত্রী পঞ্চগড়-রাজশাহী রুটে ‘বাংলাবান্ধা একপ্রেস’ ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও খবর