করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:02:29

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৭৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৯৭ হাজার ৫৬৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৫৭৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।

এ সম্পর্কিত আরও খবর