আলুর কৃত্রিম সংকট তৈরিতে সহায়তা, ২০ হাজার টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-18 04:37:19

আলুর কৃত্রিম সংকট তৈরিতে সহায়তার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলার এফ এন এ কোল্ড স্টোরেজের জেনারেল ম্যানেজার কাজী আল মাহমুদ সাইদকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ২৬৫০ টন আলুর মজুতদারদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়াসহ বেশ কিছু অসঙ্গতি পায় ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান, আলুর বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মজুদ পরিদর্শনের লক্ষ্যে সিংড়ায় এফ এন এ কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ২৬৫০ টন আলু মজুদ থাকলেও যে সকল কৃষক ব্যবসায়ী আলু মজুদ রেখেছেন তাদের অনেকেরই পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। এ সময় আলুর কৃত্রিম সংকট তৈরিতে সহায়তার অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া কোল্ড স্টোরেজের জেনারেল ম্যানেজার কাজী আল মাহমুদ সাইদকে আগামী এক সপ্তাহের মধ্যে সংরক্ষিত আলুর সিংহভাগ ছাড় করাতে মজুতদারদের তাগাদা দিতে নির্দেশ দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর