আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 23:01:36

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার (১৮ অক্টোবর) ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের (নতুন ইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেড, ইউনিট-২ এর ৫ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও একটি স্পেশাল ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ওই কারখানার ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিচ তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটসহ মোট ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর