সংসদ উপ-নির্বাচনের ভোট বাতিল চেয়ে বিএনপির মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-09-01 10:41:47

জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নীলফামারী জেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলার পৌর সুপার মার্কেট সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। ওই দুই আসনের উপ-নির্বাচনে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা।

এতে বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর