টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:32:31

কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) এর হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রোববার দিবাগত রাতে হ্নীলা ইউপিস্থ হ্নীলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শ্বে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে করে রাত আনুমানিক ১ টার দিকে টহলদলটি দ্রুত বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শ্বে যাওয়ার সময় দুই জন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে অবরাং গ্রামের দিক থেকে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি’র টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ঐ ব্যক্তিরা তাদের নিকট থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে টহলদল সেই স্থানে পৌঁছে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। জবকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ সম্পর্কিত আরও খবর