১৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ১৪২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:55:46

মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ১৬টি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের এই অভিযানে ৪৭ লাখ ২২ হাজার ৫৯০ মিটার কারেন্ট জাল এবং ৭৮৭ কেজি মা ইলিশ জব্দ ও ১৪২ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) নৌ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ৮০ লাখ ৭৮ হজার টাকা। জব্দকৃত মাছের মূল্য প্রায় ৩ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা টাকা। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার ক্ষেত্রে ব্যবহৃত ৪টি মাছ ধরার ট্রলার এবং ১টি স্পিডবোড জব্দ করে নৌ পুলিশ সদস্যরা।

ফরিদা পারভীন বলেন, অভিযান শেষে ৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১৪২ জনকে। ১৬টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ৪ জন জেলেকে ২১ হাজার টাকা অর্থদণ্ড ও ১০ জন জেলেকে মুচলেকা প্রদানের মাধ্যমে খালাস প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর