ঐতিহাসিক কাল থেকেই জাপান ও বাংলাদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশেষত চট্টগ্রামের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতিগত দিক থেকে জাপানের সম্পর্ক ও যোগাযোগ সুগভীর।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময়ে জাপান-বাংলাদেশের পরীক্ষিত সুসম্পর্ককে ভবিষ্যতে আরও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করা হয়।
জাপান দূতাবাসের হেড অব পাবলিক রিলেশন (সেকেন্ড সেক্রেটারি) মাই তোমোরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ ও সেন্টার ফর এশিয়ান স্টাডিজ পরিদর্শনকালে জাপান-বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. আনোয়ারা বেগম, সেন্টার ফর এশিয়ান স্টাডিজের পরিচালক প্রফেসর ড. ভূইয়া মোহাম্মদ মনোয়ার কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর ড. মাহফুজ পারভেজসহ বিভাগের তরুণ শিক্ষকগণ।
পরে জাপান দূতাবাসের হেড অব পাবলিক রিলেশন (সেকেন্ড সেক্রেটারি) মাই তোমোরি রাজনীতি বিজ্ঞান বিভাগ ও সেন্টার ফর এশিয়ান স্টাডিজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।