কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে আগুন দেয়া: দগ্ধ আসমা মারা গেছেন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-24 12:53:12

নোয়াখালী সদরে পারিবারিক কলহের জেরে ঘরের ভেতরে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ আসমা বেগম (৩৫) মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যান আসমা বেগম।

অগ্নিদগ্ধরা হলেন- সদর উপজেলার রাম হরিতালুক গ্রামের কামাল উদ্দিন, প্রতিবেশী তারেক, সুমন ও মান্না।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর আসমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন সদর উপজেলার রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলেমেয়েদের বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়। সোমবার সকালে ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে গেলে সৎ মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় কামাল উদ্দিনসহ কক্ষে থাকা তার সৎ মা ও প্রতিবেশীরা দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য আসমা বেগম, কামাল উদ্দিন ও তারেককে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে সন্ধ্যার দিকে আসমা বেগম মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামাল উদ্দিনের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর