তালতলীতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-22 05:01:52

বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকেই কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নির্ধারিত সময়ে একযোগে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাত্র ইউনিয়নে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ হাজার ৭৭৬ জন ভোটারের জন্য রয়েছে ৯টি কেন্দ্রের ৩৯টি বুথ।

জানা গেছে, সাধারণ কেন্দ্র নিরাপত্তায় ৫ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। পাশাপাশি নির্বাচনী অপরাধ দমন ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাঠে রয়েছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ১ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা নিয়ে নুর মোহাম্মদ মাস্টার, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া নিয়ে মাওলানা মানসুরুল আলম মানসুর, আওয়ামী-লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ইব্রাহিম সিকদার পনু। তবে দলীয় সিদ্ধান্তে নিজের নির্বাচন থেকে সড়ে এসে নৌকার পক্ষে হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে বিগত নির্বাচনে মাওলানা মানসুরুল আলম বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

এ সম্পর্কিত আরও খবর