ভোট গ্রহণ চলছে লালমনিরহাট ইউপি উপ-নির্বাচনের

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-26 23:55:53

স্থানীয় সরকারের উপ-নির্বাচনে লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের ৩টি চেয়ারম্যান পদে ও ২টি সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, মৃত্যুজনিত কারণে লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ও তিনটি সদস্য শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শূন্যপদ পূরণের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ ২০ অক্টোবর। এর মধ্যে আদিতমারী উপজেলার একটি সদস্য পদে বিনা প্রতিদ্বিন্দিতায় মৃত সদস্যের স্ত্রী নির্বাচিত হন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি তিনটি কেন্দ্রে একটি করে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত পুলিশ, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার সদস্য রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর