লক্ষ্মীপুরে ৪ ইউপি উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 03:29:52

লক্ষ্মীপুরে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে ভোট গ্রহণ চলছে। এরমধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান ও দুই ইউনিয়নের ২টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে নির্বাচন হচ্ছে। এছাড়া রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় শাহনাজ বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ৪টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ভোটাররা। ছবি: বার্তা২৪.কম

সদরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

নির্বাচনী এলাকাগুলো হল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ভবানীগঞ্জ ইউনিনের একটি ওয়ার্ড, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদ এবং কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের একটি ওয়ার্ড।

নির্বাচনে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নুরুল আমিন, বিএনপির ধানের শীষ প্রতীকে তোফায়েল আহমেদ এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান। চন্দ্রগঞ্জ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৯৩ এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি।

ছবি: বার্তা২৪.কম

অন্যদিকে কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান শাহজাহান কামালের স্ত্রী শাহীনুর বেগম রেখা এবং বিএনপির ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম সরকার প্রতিদ্বন্ধিতা করছেন। কেরোয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২৫ হাজার ৩৪৯ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১২টি।

এছাড়াও সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একটি কেন্দ্রে ২ হাজার ৫৭৫জন ভোটার রয়েছেন। কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একটি কেন্দ্রে ১ হাজার ৪১৯ জন ভোটার রয়েছেন।

তবে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মো. শহীদ উল্যার স্ত্রী শাহানাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল, রায়পুরের কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল, রামগঞ্জের ইছাপুর ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্যা মারা যান। এরপরই এই উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর