নভেম্বরের প্রথম সপ্তাহে বসতে পারে দশম অধিবেশন

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 14:21:16

করোনা পরিস্থিতির মধ্যে আরও একটি অধিবেশন শুরু হওয়ার প্রস্তুতি চলছে। সংসদ সচিবালয় সূত্রে জানাগেছে আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হতে পারে।

এরকম একটা প্রস্তাবনা সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে গেছে। এখন রাষ্ট্রপতি অনুমতি দিলেই অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ গণমাধ্যমে জানাবে সংসদ সচিবালয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনার কারণে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আসন বিন্যাস করা হয়।

তাছাড়া যারা অধিবেশনে যোগদান করেছেন তাদের প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়। করোনা নেগেটিভ সনদ নিয়েই অধিবেশনে যোগ দিতে হয় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের।

দশম অধিবেশনেও একই শর্ত বেঁধে দিতে পারে সংসদ। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই হয়তো অধিবেশনে যোগদান করতে হবে। করোনা পরিস্থিতির কারণে বিগত দু'টি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এবার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর