নারী ও পরিবেশ রক্ষায় পদযাত্রা

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 15:37:49

বিশ্বব্যাপী পরিবেশ অধিকার সুনিশ্চিত করবার লক্ষ্যে প্রতীকী পদযাত্রা শুরু হয়েছে মঙ্গলবার (২০ অক্টোরব) বিকেলে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নারী, পরিবেশ, শিশু অধিকার রক্ষার স্লোগান দিয়ে এ পদযাত্রা শুরু হয়।

একশন এইড ইন্টারন্যাশনাল কর্তৃক নারী ও পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বিশ্ব প্রদক্ষিণের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। কলাতলি থেকে লাবনী বিচ পর্যন্ত প্রায় দুই মাইল প্রতীকী পদযাত্রায় উন্নয়ন সংগঠন ও সামাজিক সংস্থার সদস্যগণ অংশ নেন।

উদ্যোক্তারা জানান,  বাংলাদেশের সমুদ্র সৈকত থেকে সূচিত প্রতীকী পদযাত্রার সঙ্গে বিশ্বের সকল দেশের নারী, শিশু ও পরিবেশগত অধিকার রক্ষা আন্দোলনে জড়িত মানুষ অংশ নেবেন। পদযাত্রার মূল উদ্দেশ্য হলো, প্রাকৃতিক, সামাজিক, মানবিক ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা গড়ে শোষণ, বৈষম্য ও সহিংসা মুক্ত সবুজ পৃথিবীর প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন করা।

এ সম্পর্কিত আরও খবর