রামুতে পাহাড় কাটার সময় ধসে দুই শ্রমিক নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-09-01 16:55:22

কক্সবাজারের রামুতে রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন রফিক (৪২) নামে অপর এক শ্রমিক।

বুধবার (২১ অক্টোবর) ভোরে লট উখিয়ারঘোনা ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন। এসময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন। আহত শ্রমিকের নাম রফিক।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর