কবরস্থানের জন্য বেদেদের জমি দিলেন ডিআইজি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-30 00:04:33

সামাজিকভাবে অবহেলিত ও পিছিয়ে থাকা বেদে-শান্দার সম্প্রদায়ের লোকজনের কবরস্থানের জন্য ১৩ শতাংশ জমি ক্রয় করে বেদেদের নিকট হস্তান্তর করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাট বাসুদেবপুর এলাকায় জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেন, সমাজের মানুষেরা বেদে-শান্দার জনগোষ্ঠীকে ভিন্ন নজরে দেখে। তাদের কেউ মারা গেলে সামাজিক কবরস্থানে সচরাচর কবর দিতে দেয় না। এ কারণে বেদের বাড়ির সামনে বা অন্য কোনো স্থানে তাদের স্বজনদের কবরস্থ করতে হয়। এ কারণে মানবিক দৃষ্টি থেকে তাদের পরিবারের সদস্যদের কবর দেয়ার জন্য ১৩ শতাংশ জমির ব্যবস্থা করে হস্তান্তর করা হয়েছে।

জমি হস্তান্তরকালে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, এএসপি সিআইডি (গাজীপুর) এনায়েত করিম রাসেল, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরীসহ স্থানীয় বেদে পল্লীর লোকজন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর