ব্রহ্মপুত্রে ধরা পড়ল ১১৩ কেজির বাঘাইর মাছ!

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-26 22:58:16

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ১১৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরেছেন স্থানীয় এক জেলে। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।

বুধবার(২১ অক্টোবর) সকালে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে মাছটি ধরা পরে। ওই জেলের নাম মোঃ আশাদুল ইসলাম। তিনি চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বাসিন্দা।

মাছটি পেয়ে জেলে আশাদুল জানান, আমি ঋণগ্রস্ত মানুষ। আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তাই মাছটি আমার জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে এখন একটু স্বস্তি তে থাকতে পারবো।

চিলমারী উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান মিয়া জানান, প্রতিবছরেই এখানে ৪০-৫০টি বাগাইর মাছ ধরা পড়ে। তবে আজ ১১৩ কেজি ওজনের আর একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় একটি বাজারে ১ লাখ ১২ টাকা বিক্রি হয়েছে। বিরল প্রজাতির এই মাছটি স্থানীয় লোকজন কিনে নিয়েছেন। তবে জেলার সর্বোচ্চ এতো বড় মাছটি এবছর ধরা পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর