বরিশালে ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-15 18:52:01

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে বরিশালে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। বৈরী আবহাওয়ার জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ ও নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ফলে গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সম্পর্কিত আরও খবর