বরিশালে ১৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 02:53:36

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে বরিশালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৩টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে।

এতে বরিশাল নগরীর সদর রোড, বগুড়া রোড, বটতলা এলাকাসহ বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বাসাবাড়িতে বৃষ্টির পানি ডুকে গেছে।

বৈরী আবহাওয়ার জন্য সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর