মিঠামইনে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2023-09-01 16:49:22

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), ছেলে কামাল মিয়া (৩২), আনু মিয়া (২৫), মেয়ে তাছলিমা আক্তার (২০), নাতি পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)।

দগ্ধদের প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ৭ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে উপজেলার কাটখালের হাজীপাড়ায় সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় সিপাইনেছা রান্না করার জন্য দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালায়। সঙ্গে সঙ্গে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের আগুন ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে এবং আগুন নেভায়।

ঘটনাটি নিশ্চিত করে ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক জানান, দগ্ধদের প্রথমে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর