নবম ধাপে ইন্দোনেশিয়া থেকে এলো ২০টি নতুন কোচ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 13:08:56

নবম অর্থাৎ শেষ ধাপে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে আরও ২০টি নতুন মিটারগেজ কোচ। রেলের বহরে আধুনিক কোচ বাড়ানোর লক্ষ্যে একের পর এক নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ রেলের ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে কোচবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। আজ (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে। এরপর কোচগুলো আনলোড করা শুরু হবে। নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, মিটারগেজ কোচ আমদানির প্রকল্প দপ্তর সূত্রে জানা যায়, ২০০ মিটারগেজ কোচ আমদানি প্রকল্পের আওতায় নবম অর্থাৎ শেষ ধাপে ইন্দোনেশিয়া থেকে কোচগুলো আমদানি করা হলো। প্রকল্পের আওতায় এর আগে পর্যায়ক্রমে ৮টি ধাপে ১৮০টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে।

উল্লেখ, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য ৩.০৩ কোটি টাকা‌। এর আগে ইন্দোনেশিয়া থেকে আসা নতুন কোচগুলা দিয়ে নতুন ট্রেন এবং বিভিন্ন পুরাতন ট্রেনের কোচ পরিবর্তন করে দেওয়া হচ্ছে বলে জানাগেছে।

এ সম্পর্কিত আরও খবর