অনুদানের সিনেমায় অনিয়ম, টোকন ঠাকুর গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:29:47

‘কাঁটা’ নামে একটি সিনেমা বানানোর জন্য সরকারি অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কিন্তু সময়মতো সিনেমাটি বানিয়ে মুক্তি না দেওয়ায় তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।

তিনি বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন থানায় আছেন। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।

এ সম্পর্কিত আরও খবর