ময়মনসিংহে ডিএফএ অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল প্রশিক্ষণ কর্মশালা শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 21:32:57

ময়মনসিংহে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ডিএফএ অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

বাছাই করা ফুটবলাররা

আয়োজকরা জানায়, ময়মনসিংহের ১৩টি উপজেলার ৩৫০ জন ফুটবলার থেকে বাছাই করে ৭৫ জনকে এ প্রশিক্ষণ কর্মশালার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের নিয়ে আগামী দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে পর্যায়ক্রমে সারাদেশেই এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছের বাফুফের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া।

উদ্বোধনের পর প্রশিক্ষনার্থী ফুটবলারদের খেলা উপভোগ করেন বাফুফে ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাসহ অতিথিরা।

এ সম্পর্কিত আরও খবর