ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 10:21:26

অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান ও তার বডি গার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

ইরফান সেলিমকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে অভিযান চালিয়ে কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অবৈধভাবে মজুদ রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে র‌্যাব। এ সময় তার বেডরুম থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ৩৫টি ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ও একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডি কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। এর পরদিন সোমবার ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন ওয়াসিফ। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো তিনজনকে আসামি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর