‘সঠিক বিচার হয়েছে’-রিফাতের বাবা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম,বরগুনা | 2023-08-28 15:56:44

ছেলে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আব্দুল হালিম দুলাল শরীফ।

মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির দেন জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

অপ্রাপ্তবয়স্ক রিশান ফরাজীসহ ছয়জনকে ১০ বছর, চারজনকে ৫ বছর এবং একজনকে  ৩ বছর  কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আমি ও আমার পরিবারের সবাই এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি। সঠিক বিচার পেয়েছি। সংশ্লিষ্ট সবাই এ মামলার বিচারকাজ আন্তরিকভাবে করেছেন। মহান আল্লাহ্ কাছে শুকরিয়া খুব দ্রুত এ রায় ঘোষণা করা হয়েছে।

এ সময় গনমাধ্যমকেও ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমার ছেলে হত্যা থেকে বিচার পযর্ন্ত সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক।

এ সম্পর্কিত আরও খবর