জলজট-যানজটে দুর্ভোগ চরমে

খুলনা, জাতীয়

মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 15:38:26

খুলনা: শরতের বজ্র বৃষ্টিতে খুলনা নগরীর অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতা থাকায় জলজট-যানজটে ভোগান্তিতে পরেছে নগরবাসী।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ২০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এ ভারী বর্ষণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় প্রচুর বজ্রপাতের ঘটনাও ঘটে। তবে বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি।

বর্ষায় নগরীর অনেক নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পরেছে। রাস্তার পাশের ডাস্টবিনের ময়লা-আবর্জনা পানিতে মিশে পরিবেশ দূষিত হয়েছে। বর্ষায় গণপরিবহন সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী।

দিনের শেষে হঠাৎ এ বৃষ্টি শুরু হওয়ায় সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ। রাত হয়ে গেলেও জলাবদ্ধতা আর যানজট কমছে না।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর রয়েল চত্বর, পিটিআই মোড়, খানজাহান আলী রোড, শামসুর রহমান রোড, শান্তিধাম মোড়, কেডিএ এভিনিউ, ফারাজীপাড়া, মিয়াপাড়া, মৌলভীপাড়া, টুটপাড়া, সাউথ সেন্ট্রাল রোড, বাবুখান রোড, বাইতিপাড়া, আহসান আহমেদ রোডসহ অধিকাংশ প্রধান প্রধান সড়কে হাটুপানির জলাবদ্ধতা বেঁধেছে। এ সব সড়কে খানাখন্দে পরে আহতও হচ্ছে অনেকে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, দুপুরে একটানা ১৮ মিলিমিটারের বজ্র বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৪৫ মিনিট ব্যাপী এ বৃষ্টিতে অনেক বজ্রপাত পরিলক্ষিত হয়।

ভোগান্তির শিকার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার কবির মিলন বলেন,‘অনেকদিন পরে এমন ভারী বজ্রসহ বৃষ্টিতে খানিকটা ভয় পেয়েছি। এখন বাড়ি ফিরছি। কিন্তু গাড়ি পাচ্ছি না। ময়লা পানিতে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর