টাঙ্গাইলে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-26 21:52:12

টাঙ্গাইলে ২১ বছর পর হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক‌কে ২০ হাজার টাকা ক‌রে জরিমানা অনাদায়ে আরো ৬ মা‌সের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক হা‌কিম সাউদ হাসান এ রায় প্রদান ক‌রেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার রশিদপুর গ্রামের আ. কাদের, চান খা, শহীদ, ওয়াজেদ, আবুল ও রুপচান।
অন‌্যদি‌কে হত্যা মামলায় ৬ জ‌নকে খালাস দেয়া হ‌য়ে‌ছে। এরা হ‌লেন- সাইদ, মিন্টু, সাধু, রহিজ উদ্দিন, আজিজ ও টেরু চান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর আলী খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধ‌রে টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামের মৃত মোঘল খার ছেলে বাহাদুর খাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই আব্দুল কুদ্দুস বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। প‌রে ১৯৯৯ সালের ৯ আগস্ট ১২ জনের নামে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। দীর্ঘ ২১ বছর পর বৃহস্পতিবার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর