গভীর রাতে শেবাচিমের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-25 18:25:39

ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া কমিশন নিয়ে দ্বন্দ্বের জের ধরে গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে শেবাচিমের জরুরি বিভাগের গেট আটকে ইন্টার্ন চিকিৎসকরা।

জানা গেছে, কয়েকদিন আগে শেবাচিম চিকিৎসকদের মধ্যে হাসপাতালের সামনে থাকা ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া কমিশন নিয়ে দ্বন্দ্বের ঘটনা ঘটে। এতে মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মাসুদ খানকে মারধরের করার অভিযোগ ওঠে ইন্টার্ন চিকিৎসক সজল পান্ডে ও তরিকুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে।

এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক মাসুদ খান ও ইন্টার্ন চিকিৎসকরা পাল্টাপাল্টি অভিযোগ দেন হাসপাতালের পরিচালক বাকির হোসেনের কাছে।

বিক্ষোভ মিছিলের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে। তবে কি কারণে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে সেই বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর