আবহাওয়া অনুকূল হলে পদ্মা সেতুতে শনিবার বসবে ৩৫তম স্প্যান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:49:53

আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার (৩১ অক্টোবর) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বার পিলারের ওপর বসানো হবে ৩৫ স্প্যান। বর্তমানে সেতুর ৫১০০ মিটার বা ৫.১০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ৩৫ তম স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে ৫২৫০ মিটার ৫.২৫ কিলোমিটার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি বার্তা২৪.কমকে জানিয়েছেন।

তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অফ লিমিটেড (MBEC) সেতুর ৩৫তম স্প্যান ৮ ও ৯ নম্বর পিলারের ওপর স্থাপনের লক্ষ্যে। শনিবার সকালে ৯ টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটিকে নিয়ে আসা হবে নির্ধারিত পিলারের কাছে। আবহাওয়া অনুকূলে থাকলে ওইদিনই পিলারের ওপর স্প্যনটিকে বসিয়ে দেওয়া হবে।

এদিক,৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হচ্ছে। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ। বর্তমানে সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯০ ভাগেরও বেশি।

উল্লেখ্য, এই মাসের ১১ অক্টোবর ৩২ তম, ১৯ অক্টোবর ৩৩ তম, ২৫ অক্টোবর ৩৪ স্প্যান বসানো হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাকি সবগুলোই স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর